বাসস
  ১২ নভেম্বর ২০২৩, ১৭:২৫

বগুড়ায় মুজিব মঞ্চ ও বঙ্গবন্ধুর ম্যুারালের উদ্বোধন

বগুড়া, ১২ নভেম্বর, ২০২৩ (বাসস): জেলার সাতমাথার জিরো পয়েন্টে মুজিব মঞ্চ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারাল আজ বেলা ১২ টায় উদ্বোধন করা হয়েছে। 
জেলা পরিষদের অর্থায়নে ও বাস্তবায়ন করা হয়। ১৯ লাখ টাকা ব্যায়ে এই মুজিব মঞ্চ ও ম্যুারালে উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু প্রমুখ। 
উদ্বোধণী অনুষ্ঠানে জাতির পিতার স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনগুলো বগুড়া জিরো পয়েন্টে মুজিব মঞ্চ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারাল স্থাপনের দাবি জানিয়ে আসছিল। জেলা পরিষদ এই প্রকল্পের বাস্তবায়ন করে। 
পরে সেখান থেকে জেলা আওযামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবরোধ বিরোধী মিছিল বের করে শহর প্রদক্ষিণ করেন।