বাসস
  ১২ নভেম্বর ২০২৩, ১৭:৩৬
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৭:৪৩

দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

দিনাজপুর, ১২ নভেম্বর ২০২৩ (বাসস): জেলায় আজ বিএনপি- জামায়াতের গুজব, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  
আজ রোববার জেলা সদরে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা। 
সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদ সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হক, বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দীন আখতার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক সেলিম আখতার চৌধুরী, শহর আওয়ামী লীগের সভাপতি এস এম শামীম আলম সরকার ও সাধারণ সম্পাদক এন্যাম উল্লাহ জামী প্রমুখ উপস্থিত ছিলেন। 
সভায় বক্তারা বলেন, বিএনপি- জামায়াত আন্দোলনের নামে দেশে নৈরাজ্য ও অর্থনীতি ধ্বংস করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বর্তমান সরকারের আমলে বিভিন্ন মেগা প্রকল্পসহ দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। 
তারা আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে বিএনপি- জামায়াতের দেশবিরোধী কর্মকা-, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান জানান।