বাসস
  ১৩ নভেম্বর ২০২৩, ১৩:১৩

কুড়িগ্রামে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম, ১৩ নভেম্বর, ২০২৩ (বাসস): অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকনের নেতৃত্বে  আজ সকাল ১০টায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
'উন্নয়ন ও গণতান্ত্রিক অভিযাত্রায় নৌকা মার্কায় ভোটদিন, অসাংবিধানিক সরকার কায়েমের ষড়যন্ত্র, অবরোধ  ও নৈরাজ্যের বিরুদ্ধে " আইনজীবীদের বিক্ষোভ মিছিল জেলা আইনজীবী সমিতি ভবন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খুরশিদ আলম, অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, অ্যাডভোকেট নাজমুল ইসলাম, অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, অ্যাডভোকেট মহব্বত বিন খন্দকার, অ্যাডভোকেট জহির উদ্দিন আহমেদ প্রমুখ।