বাসস
  ১৩ নভেম্বর ২০২৩, ১৪:০৪

মুন্সীগঞ্জে ট্রলিচাপায় বাবা-ছেলে নিহত : মা আহত

মুন্সীগঞ্জ, ১৩ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ বেলা পৌনে ১১টায়  ট্রলিচাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী বাবা দাদন সরকার (৩২) ও ছেলে মো. হোসাইন (৪) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মাসহ তিনজন।
সোমবার সকালে সদর উপজেলার টরকিতে মুন্সীগঞ্জ-বাংলাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি সদর উপজেলার চর  আবদুল্লাহ এলাকায়।
সদর থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার ত্রিপলিয়া এলাকা থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে শহরে যাচ্ছিল। পথে বেলা পৌনে ১১টার দিকে উপজেলার টরকি এলাকায় মুন্সীগঞ্জ-বাংলাবাজার আঞ্চলিক সড়কে বিপরীতমুখী একটি ট্রলি ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা দাদন সরকার ও তার ছেলে মো. হোসাইনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন মা কুলসুম বেগমসহ তিনজন। আহতদের প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।