বাসস
  ১৩ নভেম্বর ২০২৩, ১৭:২০

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ, ১৩ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেলার তারাকান্দায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নেত্রকোনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি ময়মনসিংহের দিকে যাওয়ার পথে কাশিগঞ্জ বাজার এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির দুইযাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
এসময় গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ট্রাক আটক করে থানায় নিয়ে এসেছে। নিহতদের শনাক্তের চেষ্টা চলছে।