শিরোনাম
গাজীপুর, ১৪ নভেম্বর ,২০২৩ (বাসস) : জেলায় গতকাল জাতীয় সমাজকল্যাণ পরিষদ আয়োজিত চিকিৎসা সহায়তা, গরীব ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ২টায় গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে গরীব ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় মানুষের মাঝে এসব চেক বিতরণ করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ওয়াহিদ হোসেন, গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এস আনোয়ারুল করীম, গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম তৌহিদুজ্জামান, সহকারী পরিচালক তাসলিমা খাতুন প্রমুখ।
উপ-পরিচালক এস এস আনোয়ারুল করীম জানান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত গরীব ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় ১৮৪ জন মানুষকে মোট ৮ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।