শিরোনাম
চাঁদপুর, ১৪ নভেম্বর, ২০২৩ (বাসস) জেলায় আজ বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়।এ উপলক্ষে বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টার দিকে চাঁদপুর ডায়াবেটিক সমিতি আয়োজিত ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ প্রতিপাদ্যে বিশ্ব ডায়াবেটিস দিবসের কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইয়াসির আরাফাতসহ জেলা ডায়াবেটিস সমিতির সাথে সংশ্লিষ্টরা ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বক্তব্যে বলেন, ডায়াবেটিসের সমস্যায় আগেই রাশ টানার পাশাপাশি জীবনযাত্রায় খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। ধূমপান এবং মদ্যপান বর্জন করা, নিয়মিত সুগারের লেভেল পরীক্ষা করা, নিয়ম মেনে ওষুধ খাওয়া এবং সারাদিনে অন্তত ঘণ্টাখানেক সময় হাঁটার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।