শিরোনাম
নড়াইল, ১৪ নভেম্বর, ২০২৩ (বাসস): নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী গ্রামে আগুনে পুড়ে দুটি বসতঘর ও ঘরের মধ্যে থাকা মালামাল ভস্মীভূত হয়ে গেছে।সোমবার রাতে রুখালী পূর্বপাড়া রাজবংশী বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
বিছালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ হিমায়েত হুসাইন ফারুক জানান, সোমবার রাতে রুখালী গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা বিকাশ বিশ্বাসের দুই ছেলে শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাসের ঘরে আগুন লাগে। এতে মুহূর্তেই বসতঘর দুটি ও ঘরের মধ্যে থাকা মালামাল পুড়ে যায়।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: মাহবুব আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুটি ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে গেছে।