শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া, ১৪ নভেম্বর ২০২৩ (বাসস): জেলায় আজ নি¤œ আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে নিম্নআয়ের কার্ডধারী মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ।
এর আওতায় প্রত্যেক কার্ডধারী দুইকেজি মশুর ডাল, দুইলিটার সয়াবিন তেল এবং পাঁচকেজি চাল পাচ্ছেন। মশুর ডাল প্রতিকেজি ৬০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা ও চাল প্রতিকেজি ৩০ টাকা দরে বিক্রি করা হয়।
এই ব্যাপারে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ জানান, সদর উপজেলার নিম্নআয়ের ও সুবিধা বঞ্চিত কার্ডধারী মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। পৌরসভায় চারহাজার নয়শ’ ৫২ জনসহ সদর উপজেলায় ১৬ হাজার ছয়শ’ ১৮ জন নিম্নআয়ের কার্ডধারী ব্যক্তির মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির এই পণ্য বিক্রি করা হচ্ছে।
তিনি জানান, পৌরসভার সদর উপজেলা পরিষদ চত্বর, কালভৈরব, কারখানাঘাট আনন্দবাজার ও শেরপুর ঈদগাহ মাঠে চারটি স্থানে এই টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।