শিরোনাম
জয়পুরহাট, ১৫ নভেম্বর, ২০২৩ (বাসস): আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় বুধবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে আনন্দ মিছিল করেছে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এই মিছিলের নেতৃত্ব দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ।
এর আগে খন্ড খন্ড মিছিলসহকারে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকেন। তফসিল ঘোষণার পরে দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।