শিরোনাম
ভোলা, ১৬ নভেম্বর, ২০২৩ (বাসস) : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ভোলায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার রাতে শহরের বাংলা স্কুল মোড়ের দলীয় কার্যালয়’র সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশ থেকে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও বিএনপি-জামায়াতের দেশ বিরোধী সকল অপতৎপরতা বন্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, পৌর মেয়র মো: মনিরুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমূখ।
এদিকে সন্ধ্যার পর থেকে আওয়ামী লীগ’র বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকেন। তফসিল ঘোষণার পরপর কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে আনন্দ মিছিল বের করা হয়।
এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় জেলার অনান্য উপজেলায় আনন্দ মিছিল করেছে।