শিরোনাম
নারায়ণগঞ্জ, ১৬ নভেম্বর, ২০২৩ ( বাসস): বিএনপি জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচির সমর্থনে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টায়- মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। নব নির্মিত নাগিনা জোহা সড়কের পাঠানটুলি এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করার সময় স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করে। জামায়াতের ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। অপর দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশও অন্যদিক দিয়ে পালানোর চেষ্টা করা ৪ জামায়াত কর্মীকে আটক করে।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য বিষয়ক উপ-সম্পাদক তামিম ইসলাম জয় জানায়, আমরা ছাত্রলীগ, আওয়ামীলীগ ও যুবলীগের কর্মীরা বৃহস্পতিবার সকালে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ কর্মসূচি শুরু করি। মিছিল নিয়ে আমরা নাগিনা জোহা সড়কের হাজীগঞ্জের দিকে যেতে থাকি। এ সময় জামায়াত নেতাকর্মীরা সড়কের টায়ার জ্বালিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। আমরা তাদেরকে ধাওয়া করে ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানায়, অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার প্রস্তুতির সময় মেট ১৬ জন জামায়াতের নেতাকর্মীদের আটক করা হয়।