শিরোনাম
বগুড়া, ১৬ নভেম্বর, ২০২৩ (বাসস) : নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদের তফসীল ঘোষণা করায় জেলা আওয়ামী লীগ স্বাগত জানিয়ে আজ বেলা ১২ টায় সমাবেশ ও আনন্দ মিছিল বের করেছে।
জেলা শহরের সাত মাথায় মুজিবমঞ্চে সমাবেশে সভাপতিত্ব করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন একদল ষড়যন্ত্রকারী দেশেকে পিছিলে নিতে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। নির্বাচনী ঘন্টা বেজে গেছে। এখন আর পেছনে ফিরে দেখার সময় নাই। নির্বাচনী তফসীল ঘোষণা করাকে স্বাগত জানিয়ে বক্তারা বলে, সংবিধান মেনে নির্বাচন কমিশন তফসীল ঘোষণা করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন- বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি টি জামান নিকেতা, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি ম, রাজ্জাক, জেলা সাংগঠনিকে সম্পাদক শাহাদাৎ আলম ঝুনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা পরিষদের প্যানেল চেযারম্যান সৈয়দ সার্জিল আহমেদ টিপু, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাজ, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা প্রমুখ।