শিরোনাম
রাঙ্গামাটি, ১৯ নভেম্বর, ২০২৩(বাসস): বিএনপি-জামায়াতের ডাকা দুইদিনের হরতালের প্রথমদিনে আজ জেলায় হরতালে তেমন কোন প্রভাব পড়েনি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
শহরের কোথাও বিএনপি- জামায়াতের নেতাকর্মীদের অবস্থান দেখা যায়নি, জেলা বিএনপি অফিস ছিল বন্ধ।
হরতালের প্রথম দিনে রাঙ্গামাটিতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা থেকে যাত্রী নিয়ে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। জেলার আভ্যন্তরিণ সকল সড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। নৌ-পথে যাত্রীবাহী লঞ্চ ছেড়ে গেছে। স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালতের কার্যক্রম ছিল স্বাভাবিক।
এদিকে হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে শহরের বিভিন্ন পয়েন্টে আওযামী লীগের কর্মী সমর্থকরা অবস্থান নিয়েছে।
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের সতর্ক অবস্থা লক্ষ্য করা গেছে।