শিরোনাম
খাগড়াছড়ি, ১৯ নভেম্বর ২০২৩ (বাসস) : জেলায় আজ পর্যটকসহ সাধারণ যাত্রীদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পেশাদার গাড়ীচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. নজরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব ও বিআরটিএ -এর মোটরযান পরিদর্শক মো. কায়সার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, বর্তমানে খাগড়াছড়ি দেশের অন্যতম পর্যটন গন্তব্য। দেশি-বিদেশি অনেক পর্যটক এই জেলায় আনন্দ উপভোগ করতে আসেন। তাই নিরাপদ যাতায়াতের লক্ষ্যে পর্যটক ও যাত্রীদের সাথে গাড়ির চালক ও পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল আচরণ করতে হবে। এতে জেলার সুনামের পাশাপাশি পরিবহন শ্রমিকদের আয় রোজগার বৃদ্ধি পাবে।তিনি পরিবহন শ্রমিকদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহবান জানান।