শিরোনাম
ভোলা, ২০ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেলার উপজেলা সদরে আজ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডিসেবিলিটি রাইটস এডভোকেসি প্ল্যাটফর্ম (ড্রাপ) সদস্যদের নিয়ে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি)। সোমবার বেলা ১১ টায় পিসিসি’র আইএলপিডব্লিউডিভিডি প্রকল্পের আওতায় সংস্থার কনফারেন্স রুমে এ কর্মশালা আয়োজন করা হয়।
প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক চিন্ময়ী তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মো: দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএম ফিদা হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সাদ করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সঠিক রক্ষাণাবেক্ষণের মাধ্যমে তারা সম্পদের পরিণত হতে পারে। এ ক্ষেত্রে পয়োজন সঠিক গাইডলাইন ও দিক নির্দেশনা। আমাদের দেশে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় সমাজের সকল শ্রেণী পেশার মানুষের আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান তারা।