শিরোনাম
ভোলা, ২০ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেলার লালমোহন উপজেলায় আজ সামাজিক কর্মকা- ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিতে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন-এর সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হায়দার ও নূর নবী।
বক্তারা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুবকদের আরও বেশি অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, জঙ্গিবাদ, যৌতুক, বাল্য বিয়ে প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় তাদেরকে এগিয়ে আসতে হবে।
দিনব্যাপি এ প্রশিক্ষনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।