শিরোনাম
ঝালকাঠি, ২০ নভেম্বর, ২০২৩ (বাসস): ছাত্রশিবিরের ঝালকাঠি জেলা সেক্রেটারি মো. এনামুল হাসান সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার জানান, ২০২২ সালের ৭ ডিসেম্বর ঝালকাঠি থানায় একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এনামুল হাসান সিকদার। সোমবার দুপুরে সে সদর হাসপাতাল এলঅকায় নাশকতা সৃষ্টির পায়তারা করছিল। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া এনামুল রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের বাসিন্দা। গ্রেপ্তারের পরে শিবির সেক্রেটারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।