শিরোনাম
কুষ্টিয়া, ২১ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেলার খোকসায় রোপা আমন ধান কাটার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শোমসপুর মাঠে নবান্ন উৎসব উপলক্ষে ধান কাটার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এ কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক আজিজ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন চাকমা, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সবুজ কুমার সাহা প্রমুখ। উপজেলায় প্রায় ৬ হাজার ৯শ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। যা লক্ষমাত্রার চেয়ো প্রায় হাজার বিঘা হেক্টর বেশী বলে কৃষি বিভাগ দাবি করেছে। তবে শেষ সময়ে পোকার আক্রমণে ধানের ফলনের তারতম্য হয়েছে বলে কৃষক সূত্রে জানা গেছে।