বাসস
  ২১ নভেম্বর ২০২৩, ১১:৫৮

লালমোহনে বোমা তৈরির সময় বিস্ফেরণে নিহত এক

ভোলা, ২১ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেলার লালমোহন উপজেলায়  গত রাত সাড়ে ১১টায় বোমা তৈরি করার সময় বিস্ফোরণে একজন নিহত এবং একজন আহত হয়েছে।
লালমোহন থানার এ এস আই বাবুল মোল্লা জানান,সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ধৌলিগরনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার একটি বসত ঘরে  বোমা তৈরির সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মনির বয়াতি (৪৫)। সে একই এলাকার মৃত তালেব আলীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত মো ফিরোজকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ আজ সকালে বাসস’কে জানান, এ ঘটনার পর তাদের উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করে চিকিৎসকরা। পরে পথেই মনির বয়াতি মারা যায়। পুরো ঘটনাটিকে পুলিশ তদন্ত করছে। এতে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানান তিনি।