শিরোনাম
রাঙ্গামাটি, ২২ নভেম্বর, ২০২৩ (বাসস): মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলায় আজ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মো: জাহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা প্রমুখ।
সভায় সরকারী নির্দেশনা মোতাবেক যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।