বাসস
  ২২ নভেম্বর ২০২৩, ১৭:৩৫

নাটোরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা

নাটোর, ২২ নভেম্বর ২০২৩ (বাসস): জেলায় আজ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। 
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. মাহফুজা খানমের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আব্দুর রউফ মল্লিক।
সভায় জানানো হয় ‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’- শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর জেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হবে। এ সময়ে জেলার সকল ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু হাসপাতালে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্য সেবা প্রদানে বিশেষ পরামর্শ ও সেবা প্রদান করা হবে।