শিরোনাম
লক্ষ্মীপুর, ২২ নভেম্বর, ২০২৩ (বাসস) : আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ এক প্রস্ততিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান’র সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার’র পরিচালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়ার পারভীন,লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া,সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু,বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, নুরেজ্জামান মাস্টার,সামছুল ইসলাম,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
এছাড়াও এ সভায় জেলার জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান গুলোতে সকলের উপস্থিতি নিশ্চিত ও সার্বিক সহযোগীতা কামনা করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।