শিরোনাম
ঠাকুরগাঁও, ২২ নভেম্বর, ২০২৩ (বাসস): ‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকান্ডে যুবকদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁও’র উপ-পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মনসুর রহমান খান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েলফেয়ার সেন্টার ঠাকুরগাঁও’র সহকারি পরিচালক আতাউর রহমান,প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে রাজনীতিক, সরকারি কর্মকর্তা ও যুব উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁও’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা -কর্মচারি, উদ্যোক্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।