বাসস
  ২৩ নভেম্বর ২০২৩, ১৩:৫০

শহরকে পরিচ্ছন্ন রাখতে রাঙ্গামাটিতে সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি, ২৩ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেলায় আজ পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা সভায়  অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আব্দুলাহ আল মাহমুদ, পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান  পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিস্কার- পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পাশাপাশি সকল প্রতিষ্ঠানকে এক হয়ে কাজ করার আহবান জানান।