শিরোনাম
॥ সাজ্জাদ গনি খান রিমন ॥
যশোর, ২৪ নভেম্বর, ২০২৩ (বাসস): জেলার কেশবপুর উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে ক্ষেতের ধান প্রায় ৯৫ ভাগ সংগ্রহ সম্পন্ন হয়েছে।
কেশবপুর উপজেলার সরকারি কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে- চলতি আমন মৌসুমে উপজেলা ৮ হাজার ৯৬৭ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।
আমন ধানের চাষ সুন্দর ভাবে সফল করতে প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎসাহিত করতে সরকার কেশবপুর উপজেলার প্রায় সাড়ে ৪ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের বীজ ধান ও বিভিন্ন প্রকার রাসায়নিক সার বিতরণ করেছে।
আমন ধান উৎপাদনের বিভিন্ন উপকরণ ন্যায্যমূল্যে সহজ প্রাপ্তি ও অনুকূল আবহাওয়ার কারণে উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে এবং কোনো প্রাকৃতিক প্রতিকুলতা ছাড়াই ইতোমধ্যে ধান সংগ্রহ প্রায় শেষ হয়েছে।
উপজেলার ত্রিমোহীনি ইউনিয়নের চাঁদড়া গ্রামের আব্দুল কুদ্দুস জানান- তাদের এলাকার বিলে প্রতিবছর আমন ধানের চাষ হয়ে থাকে বেশি। এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কিছু-কিছু এলাকায় কারেন্ট পোকা আক্রমণ করে একটু ক্ষতি হয়েছে। বসুন্তিয়া গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন- তাদের এলাকার বিল সমুহে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এবছর সরকারের পক্ষ হতে আমন ধান চাষের জন্যে প্রণোদনাসহ যথেষ্ট সহযোগিতা দেওয়া হয়েছে।
কেশবপুর উপজেলার কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার অনাথ বন্ধু দাস বলেন- আমন ধানের চাষ সুন্দর ভাবে সফল করতে উপ-সহকারী কৃষি অফিসারগণ কৃষকদের মাঠে গিয়ে নিয়মিত পরিদর্শন করে তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।
কেশবপুর উপজেলার কৃষি অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন- উপজেলায় আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে এবং কৃষক তাদের ধান মোটামুটি সুন্দরভাবে ৯৫ ভাগ জমির ধান ইতিমধ্যেই সংগ্রহ করেছে। উপজেলার ৪ হেক্টর জমিতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিলে কৃষি অফিস ৩ দশমিক ৭০ হেক্টর জমির কারেন্ট পোকা সফলভাবে দমন করতে সক্ষম হয়েছে।