শিরোনাম
ময়মনসিংহ, ২৫ নভেম্বর, ২০২৩ (বাসস): মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন প্রকল্পের ভূমিকা এবং অংশীজনদের করণীয় শীর্ষক বিভাগীয় কর্মশালা আজ ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. দীন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মাহফুজুল ইসলাম মাসুম প্রমুখ।
বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবার আগে স্মার্ট সিটিজেন গড়ে তুলতে হবে। আর মাদ্রাসা থেকেই আধুনিক, মানস্মত শিক্ষা দিয়ে নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে। এজন্য মাদ্রাসা শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।
কর্মশালায় ময়মনসিংহ বিভাগের চার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১৪৪টি মাদ্রাসা প্রধান উপস্থিত ছিলেন।