শিরোনাম
যশোর, ২৬ নভেম্বর, ২০২৩ (বাসস): যশোর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে আবু মোর্তজা ছোট ৩১৯ ভোট পেয়ে সভাপতি ও শাহানুর আলম শাহীন ২৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট গননা শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইসমত হাসার।
এছাড়া সহ-সভাপতির দুটি পদে মঞ্জুর কাদির আশিক ও গাজী মুহাম্মদ মাহাফুজুর রহমান,যুগ্ন সম্পাদক পদে জুলফিকার আলী জুলু,সহকারী সম্পাদকের দুটি পদে আফরোজা সুলতানা রনি ও তাহমিদ আকাশ,গ্রন্থাগার সম্পাদক পদে মুস্তাকিন মোস্তফা খান নর্বাচিত হয়েছেন।কার্যকরি সদস্য পাঁচ পদে সেলিম রেজা, শাহানাজ সুলতানা রিনা,বোরহান উদ্দিন সিদ্দিকী, জান্নাতুল ফেরদৌস ও মাহমুদ কবীর কাকন জয়ী হয়েছেন।
সূত্রে জানা যায়, জেলা আইনজীবী সমিতির ৫৩৪ জন ভোটারের মধ্যে ৫২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।