শিরোনাম
ভোলা, ২৬ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেলার লালমোহন উপজেলায় আজ যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার বেলা ১১ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লাঙ্গলখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- মো. হাসনাইন (৭) ও মো. জব্বার (৫৫)। জব্বার লালমোহন পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও হাসনাইন ৫নং ওয়ার্ডের ভুট্রুর ছেলে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো: বাবুল আখতার জানান, আজ সকালে একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন উপজেলা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে লাঙ্গলখালী স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে গুরুতর আহত হাসনাইন ও জব্বারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়েছে।
তিনি জানান, পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। এছাড়া পালিয়ে যাওয়া চালককে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।