বাসস
  ২৭ নভেম্বর ২০২৩, ২১:২৫

চাঁদপুরে নাশকতার চেষ্টাকালে জামায়াতের ৬ কর্মি গ্রেফতার

চাঁদপুর, ২৭ নভেম্বর ২০২৩ (বাসস): জেলার কচুয়া উপজেলায় আজ  নাশকতার চেষ্টাকালে জামায়াতের ৬ সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 
আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। 
এর আগে সোমবার আজ ভোরে উপজেলার ঘাগড়া এলাকা সেলিম মাষ্টারের বাড়ী সংলগ্ন সড়কে নাশকতার চেষ্টাকালে তাদের গ্রেফতার করেন কচুয়া থানা পুলিশ।
গ্রেফতার জামায়াত কর্মীরা হলেন- জেলার ফরিদগঞ্জ উপজেলার মো. আবু নোমান (৫৪) ও একই উপজেলার মো. মঈন উদ্দিন (২৩), কচুয়া পৌর এলাকার আবু সাঈদ (৪০), কুমিল্লা জেলার হোমনা উপজেলার সাব্বির হোসেন (২০), কচুয়া মনপুরার মো. খালেদ (৩০), ঘাগড়া এলাকার মো. তাজুল ইসলাম (২৩)। 
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।