শিরোনাম
গোপালগঞ্জ, ২৮ নভেম্বর ২০২৩ (বাসস): জেলার কাশিয়ানী উপজেলায় আজ নিরাপদ মহাসড়ক, চুরি, ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে হাইওয়ে পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার কাশিয়ানীর ঘোনাপাড়া বাজারে অবস্থিত হাইওয়ে থানায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের মাদারীপুর জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
এ কর্মসূচিতে ঘুষ ও দুর্নীতির প্রতি জিরো টলারেন্স ঘোষনা-সহ নিরাপদ সড়ক, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, চাদাঁবাজি এবং সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় করা হয়।
এ ‘ওপেন হাউজ ডে’-তে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, যানবাহনের চালক ও তাদের সহকারিরা অংশগ্রহন করেন।