বাসস
  ২৯ নভেম্বর ২০২৩, ০৯:০১

জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়ে কুমিল্লায় প্রার্থীদের প্রশিক্ষণ

কুমিল্লা, ২৯ নভেম্বর, ২০২৩ (বাসস) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ অনলাইনে মনোনয়পত্র দাখিলের বিষয়ে জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল এক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। 
নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় ও স্বতন্ত্র প্রার্থীগণের সময়ক্ষেপণ হ্রাস, অর্থ সাশ্রয় এবং নির্ভুলভাবে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়ে নির্বাচন কমিশন স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশিক্ষণে সম্ভাব্য ৬০জন প্রার্থী ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। 
এ প্রশিক্ষণের উদ্বোধন করেন- প্রধান অতিথি রিটার্নিং অফিসার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন। 
অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়ে প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন- জেলা জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি বিশেষজ্ঞ মো. বশির উদ্দিন এবং জেলা নির্বাচন কার্যালয়ের আইসিটি বিশেষজ্ঞ মো. আবদুল আজিজ।