শিরোনাম
বরগুনা, ২৯ নভেম্বর, ২০২৩ (বাসস): বরগুনায় প্রেসক্লাবের আয়োজনে আজ সকাল ১০টায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ‘সাংবাদিকতার নীতিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শুভ্রা দাস।
বরগুনা প্রসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে সকাল দশটায় প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমের ৬০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। দিনভর প্রশিক্ষণ পরিচালনা করেন, এডিএম শুভ্রা দাস, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, সাংবাদিক অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস, অ্যাডভোকেট সোহেল হাফিজ ও চিত্তরঞ্জন শীল।