বাসস
  ৩০ নভেম্বর ২০২৩, ২১:১৮

লালমনিরহাটে বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন

বুড়িমারী (লালমনিরহাট),৩০ নভেম্বর ২০২৩ (বাসস): জেলার  পাটগ্রাম উপজেলায় আজ বুড়িমারী স্থলবন্দর এলাকায় পাথর ভাঙ্গা শ্রমিকদের পেশাগত ব্যাধি, স্বাস্থ্য সুরক্ষায় করণীয় এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনাসভা ও  ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বুড়িমারী স্থলবন্দর  লোড-আনলোড  শ্রমিক সিরিয়াল অফিসের সামনে বেসরকারি সংস্থা ‘সেইফটি এ্যান্ড রাইটস সোসাইটি  (এসআরএস)’-এর আয়োজনে এ  আলোচনাসভা ও স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আলোচনাসভা শেষে স্থলবন্দরে কর্মরত তিনশ’ শ্রমিকের মধ্যে মাস্ক ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সেইফটি এন্ড রাইটস সোসাইটির সহকারি আইন কর্মকর্তা এডভোকেট ফারুক হোসেন, প্রকল্প কর্মকর্তা বি- আম্মা মল্লিকা, বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগ সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত।