শিরোনাম
সুনামগঞ্জ, ২ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : জেলার দিরাইয়ে ৫০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় বিএডিসি মাঠে শুক্রবার বিকেলে জব্দ করা ৮ লাখ মিটার কারেন্ট জাল ও ১০০টি চায়না দুয়ারি রিং চাই পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে জেলার দিরাই বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো, শরীফুল আলম ও উপ-পুলিশ পরিদর্শক মো. সাত্তারসহ উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দিরাই বাজারের ব্যবসায়ী বিপ্লব শর্মাকে ৩ হাজার টাকা ও দেবেশ রায়কে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।