বাসস
  ০২ ডিসেম্বর ২০২৩, ১২:১১

রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত

নড়াইল, ২ ডিসেম্বর, ২০২৩ (বাসস)- রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ  চেয়ারম্যান ও ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।স্বাগত বক্তৃতা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সেক্রেটারী কাজী ইসমাইল হোসেন লিটন।সাধারণ সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ  সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ওমর ফারুক,নড়াইল সিটি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক,আজীবন সদস্য সুলতান মাহমুদ,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,নড়াইল পৌরসভার কাউন্সিলর রেজাউল বিশ^াসসহ আজীবন ও সাধারণ সদস্যবৃন্দ।
সভায় ২০২৩ সনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন,২০২৪ সনের ইউনিটের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়।