বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৩, ১৩:০৯

বিএনপির অবরোধ আহবানে সাড়া দেয়নি শরীয়তপুরবাসী

শরীয়তপুর, ৩ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : বিএনপি ও সমমনাদের ৪৮ ঘন্টার অবরোধ আহবানে সাড়া দেয়নি শরীয়পতুরবাসী।
আজ রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিএনপি ও সমমনা দলগুলো সর্বাত্মক অবরোধের আহবানকে উপেক্ষা করে জেলা সদরের শরীয়তপুর ঢাকা মহাসড়কের যানবাহন চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। শরীয়তপুর জেলা সদরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ঢাকা, ফরিদপুর, সাতক্ষীরাসহ দূর পাল্লার বাসও স্বাভাবিকভাবেই ছেড়ে যাচ্ছে। সরকারি-বেসরকারি অফিস, আদালত, হাট-বাজার ও মার্কেটগুলোও আগের মতোই কর্মমুখর এবং স্বাভাবিক রয়েছে।
জেলা থেকে অন্য জেলায় যাতায়াতকারী ও সাধারণ যাত্রীদের সাথে কথা বলে জানাগেছে ঘন ঘন হরতাল অবরোধে তারা এখন অতিষ্ঠ। তারা এখন হরতাল ও অবরোধের মতো যন্ত্রণাদায়ক ও অর্থনীতি ধ্বংসাত্মক কার্যক্রম থেকে মুক্তি চায়।