বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩১

ময়মনসিংহে বাসে আগুন দেয়ার সময় ছাত্রদলের ৩ নেতা আটক

ময়মনসিংহ, ৪ ডিসেম্বর, ২০২৩ (বাসস) ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর এলাকায় গতরাতে মশাল মিছিল শেষে বাসে আগুন দেয়ায় সময় ছাত্রদলের তিন নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পেট্রোলবোমা উদ্ধার করা হয়।
রোববার  রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে সদর উপজেলার রাঘরপুর সাহেব কাচারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, ময়মনসিংহ নগরীর বাঘমারা এলাকার সুমন চন্দ্র দেবনাথ (৩০), চর গোবদিয়া এলাকার খাইরুল (৩০) ও বাদেকল্পা এলাকার আক্রাম হোসেন (২৪)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান,  রাত সাড়ে  ৮টার দিকে সদরের রাঘরপুর সাহেব কাচারী বাজার এলাকায় বিএনপি ও সহযোগী নেতাকর্মীরা গোপনে বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে মিছিল থেকে তারা বাসে আগুন দেয়ার চেষ্টা চালায়। এ সময় হাতেনাতে পেট্রোলবোমাসহ ছাত্রদলের তিন নেতাকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা দেয়া হয়েছে।