বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:১৬

নওগাঁয় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

নওগাঁ, ৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস): জেলায়  আজ বিশ্ব মৃত্তিকা দিবস'২০২৩ উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  
সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় নওগাঁ আয়োজিত "মাটি ও পানি : জীবনের উৎস" শিরোনামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা।  
প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ।  
সংশ্লিষ্ট বিষয়ের আলোকে আলোচনা করেন সমাজসেবা অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নওগাঁর উর্ধতন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহুল আরেফিন।
এ সময় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ ফায়সাল হাসান, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার বিশিষ্ট  কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।