বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৬
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৯

হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মালিকের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

ফাইল ছবি

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। 
ডা. আব্দুল মালিক মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত কারণে রাজধানীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর এবং তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।