শিরোনাম
সুনামগঞ্জ, ৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : ‘মাটি ও পানি জীবনের উৎস’- এই স্লোগানকে ধারন করে সুনামগঞ্জে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সষ্টিটিউট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলা প্রশাসক মো.রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় দপ্তরের কার্যক্রম নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন ও প্রামান্যচিত্র প্রদর্শন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সষ্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা দীপ্ত চক্রবর্তী। আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, সুনামগঞ্জের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.নুরুন্নবী মজুমদার, বিএডিসির সহকারী প্রকৌশলী হোসনে আর রাফি ও সাংবাদিক আল-হেলালসহ কৃষি মন্ত্রণালয়ের আওতাভূক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।