শিরোনাম
বগুড়া, ৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : জেলার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সোমবার বেলা ১১টায় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাহাদারা মান্নান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, মেয়র মতিউর রহমান মতি, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ প্রমুখ ।