শিরোনাম
যশোর, ৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : আগামীকাল ৬ ডিসেম্বর, যশোর মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের এ দিনেই যশোর হানাদার মুক্ত হয়।
মুক্ত দিবস উপলক্ষে যশোর জুড়ে আয়োজন চলছে নানা অনুষ্ঠানের। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে এদিন সকাল ৯ টায় টাউন হল মাঠ থেকে র্যালি, ৬ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শিশু একাডেমির আয়োজনে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৬ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত টাউন হল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
এসব অনুষ্ঠান উপলক্ষে টাউন হল মাঠের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চ ধোয়া-মোছাসহ গোটা এলাকা পরিস্কার-পরিচ্ছন্নের কাজ চলছে।