বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৩, ২২:৩৮

লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের নতুন আহবায়ক কমিটি

লক্ষ্মীপুর, ৬ ডিসেম্বর ২০২৩ (বাসস): জেলায় আজ লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 
সাত সদস্য বিশিষ্ট এ কমিটিতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি মামুনুর রশিদকে আহবায়ক ও বাংলানিউজের জেলা প্রতিনিধি নিজাম উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। 
আজ বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়। 
এরআগে, ফোরামের বিদায়ি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে জাগোনিউজের প্রতিনিধি কাজল কায়েস ও লক্ষ্মীপুর২৪- এর সম্পাদক সানা উল্লাহ সানু।