শিরোনাম
গোপালগঞ্জ, ৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস): জেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস।
দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমূখ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে জেলার শতাধিক নারী ও পুরুষ মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিন সকাল থেকেই মুক্তিযোদ্ধারা দলে দলে জেলা শহরে প্রবেশ করে এবং স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেন। সাধারন মানুষের মধ্যে বয়ে যায় আনন্দের বন্যা।