বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৩

হবিগঞ্জে প্রায় সাড়ে ৩ লাখ শিশু পাবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল

হবিগঞ্জ, ৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস): জেলায় প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল কায়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।   
আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন চলাকালে হবিগঞ্জে ৬-১১ মাস বয়সী ৪১ হাজার ২২৬ শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৪ হাজার ৩৬৮ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল খাওয়ানো হবে।
আজ এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক। জেলার ৯ উপজেলার ১ হাজার ৮৮৬ কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
এ সময় ভিটামিন ‘এ’ কেন শিশুদের জন্য প্রয়োজন সে বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. শরীফ জামান আদনান। স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিমউল্লাহ শিকদার, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারন সম্পাদক প্রদীপ দাস সাগর এ সময় উপস্থিত ছিলেন।