শিরোনাম
মেহেরপুর, ৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস): জেলায় আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা খাদ্য গোডাউনে আনুষ্ঠানিকভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শামীম হাসান।
২০২৩-২০২৪ অর্থবছরে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ৩০ টাকা কেজি দরে ১০০৯ টন এবং সিদ্ধ চাল ৪৪ টাকা কেজি দরে ৭২৫ টন কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ধান চাল কেনার আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ধান চাল ক্রয় কমিটির সভাপতি মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক দেবদূত রায়, আমঝুপি খাদ্য গোডাউন কর্মকর্তা রেবেনা পারভিনসহ কৃষকও চালকল মালিক সমিতির সদস্যরা।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন জানান, ১০০৯ টন ধান এবং ৪৪ টন সিদ্ধ চাল কেনা হবে। ৩০ টাকা কেজি দরে ধান ও ৪৪ টাকা কেজি দরে চাল সরকারিভাবে সংগ্রহের এই কার্যক্রম চলবে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।