বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৪

দিনাজপুরের বীরগঞ্জে চাল বোঝাই ট্রাকে অবরোধকারীদের আগুন ॥ ২ জন আটক

দিনাজপুর, ৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস) :  জেলার বীরগঞ্জ উপজেলায় চাল বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা হামলা করেছে বিএনপি ও জামায়াতের ক্যাডাররা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। আহত হয়েছে চালক। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো. মজিবর রহমান মোবাইল ফোনে জানান, খবর পেয়ে বৃহস্পতিবার ভোর রাতে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ ঘটনাস্থলে উপস্থিত হন তিনি। পুড়ে যাওয়া ট্রাক ও চালের আলামত সংগ্রহন করেন। ঘটনার পর থেকে ডিজিটাল পদ্ধতিতে নাশকতাকারীদের শনাক্ত করে তাদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ আজ বিকেল সাড়ে ৪টায় সাংবাদিকদের জানান, গত এক সপ্তাহে অবরোধের নামে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা জেলায় ৬টি যানবাহনে আগুন দিয়েছে। এ সব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। নাশকতাকারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য ডিজিটাল পদ্ধতি অনুসরনে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।