শিরোনাম
নাটোর, ৮ ডিসেম্বর ২০২৩ (বাসস) : জেলার নলডাঙ্গা উপজেলায় আজ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং এসডিজি ও ভিশন- ২০৪১ অনুসারে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার উপজেলার আছড়াকালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ নারী সমাবেশ আনুষ্ঠিত হয়।
নাটোরের জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মনের সভাপতিত্বে এ সমাবেশে পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কলিম উদ্দিন, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম ও সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ বেগম বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। টেকসই উন্নয়নের অভীষ্ঠ লক্ষ্য অর্জন করে বাংলাদেশ ২০৪১ সাল নাগাদ পৌঁছে যাবে উন্নত দেশের কাংঙ্খিত গন্তব্যে।
এ সমাবেশে বিভিন্ন বয়স ও পেশার দেড়শ’ নারী অংশগ্রহন করেন।