শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৯ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব একেএম এ আউয়াল।
আজ শনিবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ এবং জাতির পিতা বঙ্গবন্ধু, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
এ সময় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট খান মোহাম্মদ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গৌর নারায়ন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক এডভোকেট সুখরঞ্জন দেউরি, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন খান ও সাধারণ সম্পাদক আশুতোষ ব্যাপারী প্রমুখ উপস্থিত ছিলেন।